এ কেমন পুলিশ?

পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। অনেকগুলো শব্দের (P – Polite, O – Obedient, L – Loyel, I – Inteligent, C – Courageous, E – Efficient)  সমাহার হচ্ছে পুলিশ। যার সবগুলোই গুণবাচক। এই গুণবাচক শব্দের ধারক ও বাহক পুলিশ রাষ্ট্রীয় কোষাগারের বেতন খেয়ে, সরকারি পোশাক গায়ে দিয়ে যখন সেই দেশের মালিক জনসাধারণের নিরাপত্তার বদলে হুমকি হয়ে দাঁড়ায় তখন  তা গভীর উদ্বেগের জন্ম দেয়। মোহাম্মদপুর থানা পুলিশের এসআই মাসুদকে কোন ধরনের পুলিশ বলবো?

গণমাধ্যমের কল্যাণে এসআই মাসুদের কীর্তির কথা ইতিমধ্যেই সকলে জেনে গেছে। এসআই মাসুদ অবশ্য নিজের পক্ষে সাফাই গেয়েছেন। পাল্টা অভিযোগ করে বলেছেন, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প থেকে বের হওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর চলাফেরায় সন্দেহ হয়। এই সময়  তল্লাশী করতে চাইলে তিনি বাধা দেন। পরে তাকে থানায় নিতে চাইলে তিনি বাকবিতণ্ডায় জড়ান। মারধরের অভিযোগও অস্বীকার করেন এসআই মাসুদ।

কাউকে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু গালিগালাজ, হুমকি ধমকি কিসের জন্য? পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে , কিন্তু পুলিশ কি আইনের উর্ধ্বে? আজকেই এসআই মাসুদকে ক্লোজড করা হয়েছে। কিন্তু শুধু ক্লোজড নয়, তাকে চাকরিচ্যুত করাসহ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। একজন পুলিশ কর্মকর্তার জন্য গোটা পুলিশ বাহিনীর বদনাম হতে পারে না। পুলিশ বাহিনী এখন অনেক আধুনিক ও দক্ষ হয়েছে। আমরা পুলিশকে সব সময় জনগণের বন্ধু হিসেবেই দেখতে চাই।