শবনম শাহজাহান: শিলা বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে অমর একুশে বইমেলার। মেলার সোহরাওয়ার্দী উদ্যোনের প্রায় সবগুলো স্টলই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বৃষ্টি মোকাবেলায় আয়োজকদের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এমন হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকাশকরা।
বুধবার সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির প্রায় সবগুলোই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম এবং পূর্ব পাশের স্টলগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কয়েকটি স্টলের ভেতরে পানি জমে যায়। তাছাড়া বাইরেও অনেক পানি জমে যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা থাকলেও অনেক সময় লাগে পানি নিষ্কাশনে। তাছাড়া প্রায় সবকটি স্টলের বেশ কিছু বই পানিতে ভিজে যায়।
স্টল মালিকরা জানিয়েছেন, বৃষ্টিতে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। বেশি ক্ষতির মুখোমুখি হওয়া স্টলগুলোর মধ্যে রয়েছে-র্যামন পাবলিশার্স, সাহিত্য বিলাস, ঝিনুক প্রকাশনী, অন্যধারা, শিল্পতরী, উত্তরণ, লেখা প্রকাশ, বইপত্র, ধ্রুবপদ, পাবলিক সৌরভ, মীর প্রকাশ, নওরোজ সাহিত্য সম্ভার, একুশে বাংলা প্রকাশ ও জাতীয় সাহিত্য প্রকাশসহ প্রায় ৫০টি স্টল। এসব স্টলের ১০টিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা।
এদিকে মেলার আয়োজক বাংলা একাডেমিরই সোহরাওয়ার্দী উদ্যানের স্টলের উপরের ছাউনি উড়ে গেছে। একই অবস্থা বাংলা একাডেমি প্রাঙ্গণের স্টলেও। ৫০ মিনিটের জন্য মেলা খুললেও খুলেনি বাংলা একাডেমির এসব স্টল।