রাকিব হাসান: ওয়েব ডেভেলপার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো মাপকাঠি নয়। তবে ইংরেজিতে দক্ষ হলে মার্কেট প্লেসে খুব ভালো করা যাবে। ওয়েব ডেভেলপার বর্তমানে অত্যন্ত চাহিদা সম্পন্ন পেশা। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তি হাতের মুঠোয় চলে এসেছে। দিন দিন বাড়ছে ওয়েবসাইটের সংখ্যা। এ পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি ওয়েবসাইট রয়েছে। আর এর জন্য প্রয়োজন হচ্ছে দক্ষ ওয়েব ডেভেলপারের।
Indeed.com-এর দেওয়া এক তথ্য অনুযায়ী, একজন ওয়েব ডিজাইনারের গড় বার্ষিক বেতন ৬০ হাজার ১৮২ মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৮ লাখ ১৪ হাজার ৫৬০ টাকা, প্রতি মাসে হিসাব করলে দাঁড়ায় ৪ লাখ টাকা।
বাংলা ভাষায় সহজে ওয়েব ডেভেলপার হবার জন্য বাপ্পি আশরাফ লিখিত ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট – ১ম খণ্ড (সিডিসহ) পেপারব্যাক বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। আগামী জানুয়ারি মাসে বইটির দ্বিতীয় ও তৃতীয় খন্ড প্রকাশিত হবে বলে জানা গেছে।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট বইয়ের প্রথম খণ্ডে রয়েছে এইচটিএমএল 5, সিএসএস-3, Responsive Web Page, Bootstrap-4,Novo Slider, Free Live Hosting, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি 7 এবং মাইএসকিউএল সফটওয়্যারগুলোর বিস্তারিত বর্ণনা আছে। পাঁচ অধ্যায়ের এ বইতে ইন্টারনেটের নানা বিষয় যেমন আছে তেমন প্রতিটি অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা আর প্রকল্পের বর্ণনা। প্রতিটি অধ্যায় ও বিভাগের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। প্রতিটি বিভাগের সঙ্গেই রয়েছে বিষয়ভিত্তিক বাস্তব প্রকল্পের বর্ণনা এবং সে অনুযায়ী কাজ শেখার পদ্ধতি।
নতুন ওয়েবসাইট তৈরি যাঁরা শিখতে চান, তাঁদের জন্য বইটি বেশ কাজে আসবে। বাস্তব প্রকল্প উদাহরণ হিসেবে থাকার কারণে পূর্ণাঙ্গ কাজটি হাতে-কলমে শেখা যাবে। বইটির সঙ্গে রয়েছে প্রায় ৩০০ প্রকল্পসহ বিশেষ সিডি। এতে প্রয়োজনীয় সফটওয়্যারও পাওয়া যাবে। বইটির মূল্য ৫৫০ টাকা।