সালাউদ্দিন আহমেদ রাজনঃ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন-অব-ডিপ্লোমা-ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
সভায় কমিটির সভাপতি অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও সাধারণ সম্পাদক মো. তমিজ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন গঠনমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়।
এর মধ্যে রয়েছে, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রথম নিউজ লেটার প্রকাশ, সোসাইটি কর্তৃক গবেষণামূলক জার্নালের ২টি সংখ্যা প্রকাশ, বাংলাদেশ সরকারি উচ্চ পর্যায়ের আইসিটি ক্যাডার প্রবর্তনের জন্য চেষ্টা যার ফলস্বরুপ আইসিটি মন্ত্রণালয় আইসিটি ক্যাডার প্রবর্তনের জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা লক্ষে একটি নথি উপস্থাপন, বর্তমান সরকার কর্তৃক নতুন আইসিটি বিধিমালা প্রবর্তনের মাধ্যমে আইসিটি প্রফেশনালদের বিভিন্ন অসুবিধা দূরীকরণে চেষ্টা করা, আইসিটি প্রফেশনালদের সাইবার সিকিউরিটির ট্রেনিং পরিচালনা এবং ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বর্তমান সরকারকে বিভিন্নমুখি সহযোগিতা প্রদান করা।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বাংলাদেশে আইসিটি প্রফেশনালদের একমাত্র সংগঠন যার বর্তমান সদস্য সংখ্যা ১৮,০৩১ (আঠার হাজার একত্রিশ) জন।
বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের সদস্য আতিকুল ইসলাম লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।