1. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  2. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Hasan Shahriyar
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন বেলুচিস্তানে নারী আত্মঘাতীর বোমা হামলা, নিহত ১ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প খসড়া মিসরের, উপেক্ষিত হামাস কয়েকটি নিত্যপণ্যের ভ্যাট অব্যাহতির বিষয়ে যা জানালো এনবিআর রোজার শুরুতেই সয়াবিন তেলের তীব্র সংকট

বই প্রকাশ করতে হলে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ১৫ বার পড়া হয়েছে

10985245_10203537915828812_3268357262977880919_n

সাহিত্য ডেস্ক: নতুন- পুরনো অনেক লেখকই ভাবছেন বই প্রকাশ করবেন। পুরনোদের ক্ষেত্রে বই প্রকাশ করা কঠিন নয়। কিন্তু নতুনদের ক্ষেত্রে বই প্রকাশের অভিজ্ঞতা না থাকার কারণে কাজটি দুরূহ হয়ে ওঠে। নতুনদের ব্যক্তিগত উদ্যেগে বই প্রকাশ করতে হয়। লেখককেই দায়িত্ব নিয়ে প্রকাশকের ভূমিকা পালন করতে হয়। তারপর অনেক সময় বিক্রির কাজটা পর্যন্ত লেখককে করতে হয়। এক্ষেত্রে বাকিতে লাইব্রেরিতে বই দিয়ে আসতে হয়। বই বিক্রি হলে টাকা এমন ব্যবস্থা। কোন কোন প্রকাশক টাকা নিয়ে বই প্রকাশ করে দেন অবশ্য। সেক্ষেত্রে প্রকাশিত বই বিক্রি হলে টাকা পরিশোধ করেন। লেনদেনের ক্ষেত্রে প্রকাশক ভালো না হলে মুশকিল।
বই প্রকাশের ধাপঃ-
১. বই লেখা ২. কম্পিউটারে কম্পোজ ৩. প্রæফ দেখা ৪. প্রেস্টিং ৫. প্রচ্ছদ ডিজাইন ৬. প্রিন্ট. ৭। বাঁধাই ৮. বাজারজাতকরণ।
খরচের হিসাবঃ-
১০০০ কপি ৪ ফর্মা (৬৪ পৃষ্ঠা) চাররঙ্গা প্রচ্ছদের বই প্রকাশের আনুমানিক খরচ:-
প্রতি ফর্মা কম্পোজ ৩২০ টাকা
পেস্টিং+ প্লেট+প্রিন্ট ৬০০০ টাকা
কাগজ প্রতি রিম ( বসুন্ধরা ) ৮০০ টাকা
প্রচ্ছদ ডিজাইন+সিস্টেম ৩০০০ টাকা
প্রতি কালার প্লেট+প্রিন্ট ৪৫০ টাকা
আর্ট পেপার প্রতি রিম ১৪০০ টাকা
লেমিনেট+বাঁধাই প্রতি কপি ৫ টাকা
যাতায়াত ভাড়া ও বিবিধ ১০০০ টাকা
(১ ফর্মা ১০০০ কপি বইতে ১ রিম কাগজ, প্রচ্ছদে আধা রিম আর্ট পেপার দরকার)
অর্থাৎ ৪ ফর্মা ১০০০ কপি বইতে খরচটা সাড়ে ১৮ হাজার টাকার মতো পৌঁছাচ্ছে। প্রতি কপিতে খরচ তাহলে ১৮.৫০ টাকা।
কাজেই লেখক সত্ব,প্রকাশকের ফি ও অন্যান্য খরচসহ লাভ উঠিয়ে আনতে বইয়ের দাম ধরা যাবে ৪৫-৫০ টাকা।
এবার বিক্রিঃ-
দোকানে বিক্রি ক্ষেত্রে ৪০% ও পরিবেশকদের কাছে বিক্রিতে ৫০% কমিশন দেওয়া যেতে পারে। ব্যক্তিগত উদ্যেগে বই প্রকাশের ক্ষেত্রে প্রাথমিকভাবে ২০০ কপি বই বাঁধাই করা যেতে পারে, সেক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ ৪০০০ টাকা কমে আসবে।
অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ হবে ১৪,৫০০ টাকা, প্রচ্ছদের ডিজাইন নতুন শিল্পী দিয়ে করালে আরো ১০০০ টাকা কমবে। কিন্তু বানিজ্যিকভাবে বই প্রকাশের ক্ষেত্রে একজন বাণিজ্যিক এবং নামকরা শিল্পী দিয়ে করানোই ভালো। সেক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা প্রায় থাকেই না।
ঢাকার বাংলাবাজারের বেশ কিছু প্রকাশক নতুন লেখকদের বই প্রকাশ করে থাকেন। সেক্ষেত্রে গ্রন্থস্বত্ব কিনে নেওয়া হয় ৫-৬ হাজার টাকায়। স্বত্বটা প্রকাশকের কাছে ১০ বছর থাকে। প্রকাশের জন্য যাবতীয় কর্মকান্ড প্রকাশকই করে থাকেন। তবে নিজে পুরো বিনিয়োগ করে বই প্রকাশনার ঝামেলার চেয়ে যৌথ বিনিয়োগই ভালো। লেখকের জন্য সুবিধাজনক হচ্ছে বই প্রকাশের সঙ্গে সঙ্গেই নিজের ভাগের সবগুলো বই ছাপার সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া। নিজের টাকায় বই প্রকাশ করলে কোন প্রকাশককে দায়িত্ব না দেওয়াই ভালো। এক্ষেত্রে নিজেই প্রকাশের কাজ বুঝে নিতে হবে। বিভিন্ন প্রেসে গিয়ে ছাপানোর মূল্য যাচাই করতে হবে। বই প্রকাশের পর বিভিন্ন পরিবেশকের কাছে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রকাশকরা বই পরিবেশনার দায়িত্ব পালন করে থাকেন। সবচেয়ে ভালো হয় কোন বড় প্রকাশক যৌথ উদ্যোগে বই প্রকাশে রাজি হলে। লেখকের উচিত তেমন কোন প্রকাশক খুঁজে বের করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |