আবদুর রউফ খান: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিএমএবির প্রেসিডেন্ট আবু সাঈদ মো. শায়খুল ইসলাম সম্প্রতি রাজধানীর আইসিএমএবি রুহুল কুদ্দুস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আইসিএমএবি ডিজিটালাইজেশনের পথে এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে ভর্তি-ইচ্ছুরা www.icmaberp.org ওয়েবসাইটে গিয়ে ভর্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে আইসিএমএবির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।