1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

অসাধারণ একটি বই সহজে শিখুন ভূমি জরিপ – আইন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

BOOK FINAL COVER 2014 for email

ইনা ফারজানা: ভূমি আইনের বিস্তৃতি ও পরিধি ব্যাপক। জটিলতা, ব্যাপকতা এবং আইন প্রণয়নের ভাষাগত কারণে ভূমি আইনের সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করা সাধারণ জনগণ, ছাত্র, আইনজীবী এবং বিজ্ঞ বিচারকদের পক্ষেও কষ্টসাধ্য ব্যাপার। ইংরেজী ভাষায় অধিকাংশ বিধি, আইন, আদেশ, অধ্যাদেশ ইত্যাদি প্রণীত হওয়ার কারণে অন্যান্য আইনের মতো ভূমি আইন সম্পর্কেও আইনের আপামর পাঠকবর্গের পক্ষে সুচারুভাবে ধারণা অর্জন করা কষ্টকর হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত নিজ নিজ জমি-জমার কাগজপত্র বুঝতে না পারার সমস্যার সম্মুখীন হন। দেওয়ানী আদালতের প্রায় ৮৫% মামলাই হচ্ছে ভূমি বিরোধ সম্পর্কিত। মূলত ভূমি জরিপ এবং ভূমি আইন সম্পর্কে জ্ঞানের অভাবই ভূমি বিষয়ক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ। সহজে যাতে ভূমি বিষয়ক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টিকে চিন্তা করেই ২০১৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সহজে শিখুন ভূমি জরিপ – আইন বইটি। লিখেছেন বাংলাদেশ সুপ্রীম কোটের এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার এবং আবদুর রউফ খান।

সর্বমোট বিশটি অধ্যায়ে ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভূমির জরিপ সমস্যা এড়াতে করণীয়, সার্ভেয়িং যন্ত্রপাতির পরিচিতি, একটি জায়গা সার্ভে করতে যাবার আগে ও পরে সার্ভেয়ার বা আমিনের করণীয়, সরকারি হিসাব বনাম স্থানীয় হিসাব বা আঞ্চলিক হিসাব, ভূমি পরিমাপের বিভিন্ন সূত্রসমূহ, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলের সূত্র, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলের মাধ্যমে সম্পত্তির হিস্যা বা অংশ নির্ধারণ, পরিমাপের বিভিন্ন একক, বিভিন্ন ধরনের পর্চা বা খতিয়ান এবং ম্যাপের নমুনা, বিভিন্ন ধরনের পর্চা বা খতিয়ান সহজে চেনার উপায়, জমির হিস্যা লেখার পদ্ধতি, মালিকানার হিস্যা নির্ণয় করার পদ্ধতিসমূহ, মুসলিম উত্তরাধিকার আইন, হিন্দু উত্তরাধিকার আইন, বৌদ্ধ উত্তরাধিকার আইন, খৃষ্টান উত্তরাধিকার আইন, সহজে জমির আকৃতি বোঝার কৌশল, জমি মাপার বিভিন্ন গাণিতিক হিসাব, বিঘা,কাঠায় হিসাব নির্ণয়, মাটির হিসাব নির্ণয়, কাঠের হিসাব নির্ণয়, ইটের হিসাব নির্ণয়, নামজারী বা মিউটেশন এর নিয়ম ও প্রয়োগ, জমি ক্রয় এর সহজ পদ্ধতি, ভূমি জরিপে স্কেলের ব্যবহার, সার্ভে কমিশনার ও সার্ভে রিপোর্ট, দেওয়ানী আদালত ও ভূমি জরিপ সম্পর্কিক শব্দ, আলামত, বিভিন্ন আকৃতির জমি থেকে সহজে জমির পরিমাপ বের করার উপায় এবং বিভিন্ন ধরনের দলিলের নমুনা নিয়ে বইটি সাজানো হয়েছে। বইটির ভালো দিক হলো এতে বিভিন্ন বিষয়কে খুবই সহজ সরল ভাষায় উদাহরণসহ আলোচনা করা হয়েছে।

আইনজীবী, আইনের শিক্ষক-শিক্ষার্থী, আমিন বা সার্ভেয়ার, রিয়েল এস্টেট কোম্পানী, যিনি জমি কিংবা এপার্টমেন্ট কিনতে আগ্রহী, যার নিজস্ব জমি কিংবা এপার্টমেন্ট আছে এবং ভূমি জরিপ ও ভূমি আইন সম্পর্কে জানতে আগ্রহী সকল পাঠক-পাঠিকাদের জন্য অতি প্রয়োজনীয় একটি তথ্যবহুল বই হচ্ছে সহজে শিখুন ভূমি জরিপ – আইন।

বইটি প্রকাশ করেছে বেস্ট কর্পোরেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট লিঃ, ফ্ল্যাট # ৭/ডি, শেলটেক সিয়েরা, ২৩৬ নিউ এলিফ্যান্ট রোড,ঢাকা-১২০৫, মোবাইল : ০১৬৭৭৭২৯৫১৮। ২২৪ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা। বইটি যেকোন অনলাইনে http://www.rokomari.com/book/79061  লিংকের মাধ্যমেও কিনতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |