নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় রাজস্ব ভবনের নিচতলায় অবস্থিত নিজ কার্যালয়ে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ২০১৬-২০১৭ নির্বাচন কমিশনের সদস্য সচিব মো: জাফর উল্লাহ সূত্রে এই তথ্য জানা গেছে। ২০১৬-২০১৭ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ১ লা ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থী প্রকাশ ২ রা ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ৪ঠা ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা ১৪ই জানুয়ারি প্রকাশিত হবে বলে জানা গেছে। ডিসেম্বর ২০১৫ সময়কালে যাদের সদস্য চাদা পরিশোধ করা আছে তারাই কেবল চূড়ান্ত ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এছাড়া আগামী ১৬ই ফেব্রুয়ারি বিকাল ৪ টায় কাকরাইলের আইডিইবি ভবনে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত হবে।