বিনোদন প্রতিনিধি: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ (তথ্য) বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সানী সানোয়ারের গল্পে জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপনের প্রথম চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সেই ছবিতে চরিত্রের প্রয়োজনে ঢাকার মিরপুরে পুলিশের বোম্ব স্যুট পড়ে শুটিং করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শুভ।
প্রায় ৩৮ কেজি ওজনের নিরাপত্তা স্যুট পরে শুটিং করছিলেন শুভ। সাধারণত বোমা নিষ্ক্রিয় করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব স্যুট পরেন। শুটিং করার সময় শুভর স্যুটের শীতলীকরণ যন্ত্রটি বিকল হয়ে যায়। তারপরও শুটিং চালিয়ে যাচ্ছিলেন শুভ। কিন্তু অতিরিক্ত গরমে একসময় অসুস্থ বোধ করতে থাকেন। পরে তার শরীর থেকে স্যুটটি খুলে ফেলা হয়।
নির্মাণাধীন ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করছেন মাহিয়া মাহি, শতাব্দী ওয়াদুদ, নওশাবা। পুলিশ কমিশনার চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেতা আফজাল হোসেনকে।