নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, এম এ আজিজ ছিলেন দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ছিলেন গণমানুষের নেতা এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।