ইশতিয়াক আহমেদ: মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চান তাদের কথাবার্তা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘উন্নয়নের রাজনীতি-জননেত্রী শেখ হাসিনার নীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ। আমরা নগরবাসী নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে ততই সত্য বেরিয়ে আসবে- বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, এতেই প্রমাণিত হয় যে তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়। শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় তাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিৎ বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আকতারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম. এ করিম প্রমুখ।