নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় হান্নান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১ টায় মিরপুর ১০ নং গোল চত্বরে এ ঘটনা ঘটে।
অভিজাত ট্রান্সপোর্টের বাসের ধাক্কায় ওই যুবক মারা যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।