বিনোদন প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন জিটিভির জনপ্রিয় রিয়েলিটি শো `আজকের অনন্যায়` দেখা যাবে দেশের আলোচিত চার নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি, জাহানারা আলম, রিপা রহমান ও মিশু চৌধুরীকে।
আজকের অনন্যা’য় কুইজে অংশগ্রহণের পাশাপাশি মজার অভিজ্ঞতা ভাগাভাগি করেন তারা। সতীর্থ তিন ক্রিকেটারকে হটিয়ে অনুষ্ঠানে অনন্যা হয়েছেন জেসি। চার নারী ক্রিকেটারের মধ্যে রিপা জাতীয় দলে রয়েছেন। জাহানারা টি-২০ দলের অধিনায়ক। জেসি আর মিশু অবসর নিয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠ ক্রিকেটার মিশু ছয় বছর খেলে ইনজুরির কারণে অবসর নিয়েছেন।
জানা গেছে, চলতি মাসেই চার ক্রিকেটারকে এই পর্বটি প্রচারে আসবে। অনুষ্ঠানটি উপস্থানায় আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।