ক্রীড়া প্রতিবেদক: দুর্দান্ত ব্যাটিংই শ্রীলংকাকে তুলে দিল যুব বিশ্বকাপের সেমিফাইনালে। সকালে টস জিতে ব্যাট করতে নেমে লংকান বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তবে তারা খেলেছে ৪৯.২ ওভার। কলাম টেলর (৪২) ছাড়া বলতে গেলে আর কোন খেলোয়াড়ই বলার মত রান করতে পারেননি। জর্জ বার্টলেট এবং স্যাম কারেন দু’জনই করেন ২৫ রান করে। বেন গ্রিনের ব্যাট থেকে এসেছে ২৬ রান। শ্রীলংকান বোলারদের মধ্যে ওয়ানিদু হাসারাঙ্গা ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। আসিথা ফার্নান্দো নেন ২ উইকেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে কাভিন বান্দারা আর আভিস্কা ফার্নান্দোর ৭৬ রানের জুটিই শ্রীলংকাকে সেমিতে ওঠার পথ সুগম করে দিল। ৪১ বলে ২২ রান করে বান্দারা আউট হয়ে গেলেও আভিস্কা ফার্নান্দো একপ্রান্ত আগলে রেখে লংকানদের জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিস ১০ রান করে আউট হয়ে গেলেও চারিথ আশালঙ্কাকে নিয়ে ইংলিশ বোলারদের নাভিশ্বাস তোলেন আভিস্কা।
দলকে ১৭১ রানে পৌঁছে দেয়ার পর আউট হন ফার্নান্দো। ৯৬ বলে ১১টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় ৯৫ রান করে আউট হন ফার্নান্দো। ৫৭ বলে ৩৪ রান করেন আশালঙ্কা। শেষ পর্যন্ত ৩৫.৪ ওভারেই (৮৬ বল হাতে রেখে) ম্যাচ জিতে নেয় শ্রীলংকা। ইংল্যান্ডের হয়ে শাকিব মাহমুদ, ম্যাসন ক্রেন এবং ড্যান লরেন্স ১টি করে উইকেট নেন।