আদালত প্রতিবেদক: দেশীয় সাংস্কৃতিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের হলরুমে সংগঠনের সম্মেলন শেষে ২০১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র করকে সভাপতি ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা তারাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘ চার বছর যাবত এ সংগঠনটি আইনাঙ্গণে সংস্কৃতি ও বিনোদন বিকাশে কাজ করে আসছে। দেশীয় সংস্কৃতিকে সকল ক্ষেত্রে প্রচলন ও ধারণ করার লক্ষে কাজ করে আসা এ সংগঠনটি ইতোমধ্যে আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রধান বিচারপতি এসকে সিনহা, অ্যাটর্নি জেনারেল, সাবেক মন্ত্রী ও সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, ড. বশির উল্লাহ, বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা শ ম রেজাউল করিমসহ দেশের বরেণ্য আইনজীবীরা এ সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে এসে একাত্মতা প্রকাশ করেছেন। প্রতিবছর এ সংগঠনটি সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে থাকে। একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে এ সংগঠনটি।
গতকাল সংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল। সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট খবির উদ্দিন ভুঁইয়া, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ড. সেলিম, গিয়াস উদ্দিন, শহিদল্লাহ, শাহ মো. নুরুল আমিন, আবুল হোসেন, সাইফুল ইসলাম সুমন, মুসফিক উদ্দিন বখতিয়ার, মো. আলাউদ্দিন, আবুল কালাম আযাদ দাউদ, ড. আহসান উল্লাহ, শাহিন মৃধা, মাহবুব আলী ভুঁইয়া, আজাহার উল্লাহ ভুঁইয়া, অপুর্ব ভট্টাচার্য, এস এম সেলিম, ড. এমদাদুল হাসান,ব্যারিস্টার মোরশেদ, খন্দকার ফারুক, মুসা আল ফারুক, শফিকুর রহমান বিপ্লব, তপন কুমার দাশ, আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল প্রমুখ।