নিজস্ব প্রতিবেদক: সারা দেশে শিশু হত্যা, নির্যাতন বন্ধ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল শিশুর জন্য মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত চার বছরে এক হাজার ৮৫ জন শিশুকে হত্যা করা হয়েছে। প্রতিদিনই শিশু নির্যাতন, ধর্ষণ বা হত্যার চিত্র সংবাদপত্রে দেখতে পাই। সংবাদপত্রে খবর আসে না এমন আরও অনেক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে।
তারা অভিযোগ করে বলেন, প্রতিবছরই শিশু নির্যাতন বেড়ে চলেছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা আরও বলেন, বৈষম্যের সমাজ এই শিশু নির্যাতন আরও বাড়িয়ে দিচ্ছে। একজন শিশু যখন তার মৌলিক অধিকার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) থেকে বঞ্চিত হওয়া মানেই সে নির্যাতিত। কিন্তু এই পরিসংখ্যান আমরা সামনে নিয়ে আসছি না।
তারা এক পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশে প্রায় ১২ লক্ষাধিক পথশিশু রয়েছে। যারা খেলাধুলা ও স্কুলে যাওয়ার সুযোগ পায় না। আর এজন্য তারা বর্তমান সমাজ ব্যবস্থা ও আমাদের সমাজের মানসিকতাকে দায়ী করেন ।
তাই তারা শিশুদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামসুন্নাহার জোৎস্নার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, শম্পা বসু, রুকসানা, আফরোজ আশা প্রমুখ।