আবদুর রউফ খান: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আসন্ন কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউশন কর্তৃপক্ষ প্রাথমিক অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির য়ুগ্ম-মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, অামরা অাসন্ন কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছি। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের জন্য করা অাবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে।
পুলিশ অনুমোদন দিয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নেন জবাবে তিনি বলেন, এটি পরবর্তী ধাপ এবং সরকারের সিদ্ধান্তের ব্যাপার।
সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বাধা দিচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, এ পর্যন্ত ১শ` ৬২টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছে না। এখনও বাধা দেয়া হচ্ছে।
নির্বাচন কমিশন সরকারের অাজ্ঞাবহ হয়ে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্লজ্জতার সকল সীমা অতিক্রম করেছে কমিশন। তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ করেও কমিশন থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। অতীতের মতো ইউনিয়নেও প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে কমিশন।
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, আব্দুল লতিফ জনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।