ইনা ফারজানা: ভারত ও বাংলাদেশের মধ্যে মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতার সমস্যা রয়েছে বলে মনে করেন প্রতিবেশি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র এম জে আকবর। আর তা নিরসনে মূলত বিশ্বাসের উপরই জোর দিয়েছেন তিনি। বলেছেন, বিশ্বাস থাকলেই কেবল নিরাপত্তা নিশ্চিত হতে পারে।
বিজেপি নেতা আকবর আরো বলেছেন, দু’দেশের মধ্যে স্থলসীমান্ত নিয়ে দীর্ঘ দিনের ঝুলে থাকা সমস্যা নরেন্দ্র মোদির সরকার আসার পর সমাধান হওয়ার নতুন সুযোগ আসছে। যা একসময় অচিন্ত্যনীয় ছিল তা এখন সম্ভব হচ্ছে।
শনিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করছিলেন এম জে আকবর।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা থাকলেও তাকে গুরুত্ব দিয়ে দেখতে দুদেশের প্রতি আহ্বান জানান বিজেপি মুখপাত্র।
দুদিনব্যাপী সংলাপের শেষ দিনে আজ বিজেপির সাধারণ সম্পাদকসহ দুদেশের রাজনীতিক, গবেষক, সাবেক কূটনীতিক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।