আবদুর রউফ খান: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার আজ তারেকের বিরুদ্ধে মামলা দিচ্ছে, কারণ তারা তাকে ভয় পায়। মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, পাশাপাশি এটাও চায় তিনি যেন দেশে ফিরে আসতে না পারেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২০০৭ সালের ৭ মার্চ সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির দায়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে। এ দিনটি বিএনপি তারেক রহমানের কারাবরণ দিবস হিসেবে পালন করে আসছে।
বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, আপনি একটি দলের প্রধান হয়ে খালেদা ও তারেকের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তার মাধ্যমে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। আপনিতো নিজেই প্যারোলে মুক্তি নিয়ে আছেন। আপনার মামলাগুলো কী হলো? গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত, গণমাধ্যমের আজ কোনো স্বাধীনতা নেই বলেও বক্তব্যে উল্লেখ করে তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি কাকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে এটা নির্ধারণ করবেন দলের নেতাকর্মীরা। এটা নিয়ে আরেকটি দলের প্রধান কথা বলতে পারেন না। যিনি মাথা ঘামিয়েছেন তিনি নিজেই একজন মামলার আসামি।
আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।