মোনায়েম সরকার: খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল এটম বোমার চেয়েও শক্তিশালী। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারে শওকত ওসমান মিলনায়তে এক আলোচনা সভায় এসব কথা বলেন। ৭১ মিডিয়া ভিশন নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, একটি ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, তা পৃথিবীর ইতিহাসে বিরল। `৭৫-এর পর বঙ্গবন্ধকে হত্যার পর জিয়াউর রহমান ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন। কারণ, জিয়া জানতেন বঙ্গবন্ধুর সেই ভাষণের তেজের কথা। জিয়ার সৃষ্ট ষড়যন্ত্র ধারাবিহকতা এখনও বিদ্যামান। বিএনিপর অনেক নেতাই মুক্তিযোদ্ধার কথা সহ্য করতে পারেন না।
ষড়যন্ত্র মোকাবেলা করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু দুনিয়ার বুকে এখন শক্তশালী মানুষ। আর বঙ্গবন্ধুর কন্যা তারই (বঙ্গবন্ধু) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলস চেষ্টা করে যাচ্ছেন।
আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান মোল্লা।