আবদুর রউফ খান: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে আলোচনা সভার স্থানের কথা জানানো হয়নি।
পরদিন ২৬ মার্চ ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নেতা-কর্মীরা।
ওইদিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
একইদিন বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি বের করা হবে।
এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সারা দেশের জেলা, মহানগর ও উপজেলায় দলের স্থানীয় কার্যালয়ে ওইদিন সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সুবিধানুযায়ী আলোচনা সভা ও র্যালির আয়োজন করবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহাতাব, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন প্রমুখ।