মাকসুদুল হাসান: আ স ম আবদুর রবকে সভাপতি ও আবদুল মালেক রতনকে সদস্য সচিব করে ১৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকারী কমিটি ও ৯০১ সদস্যের জাতীয় পরিষদের কমিটি ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ কমিটি ঘোষণা করা হয়।
সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি ও কাউন্সিল ২০১৬ মোতাবেক দলের কমিটি ঘোষণা উপলক্ষে জেএসডি আয়োজিত এ কমিটি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আবদুল মালেক রতন।
এ সময় সভাপতির বক্ত্যব্যে আ স ম আবদুর রব বলেন, সরকার শেয়ার বাজার লুটের পর একের পর এক ব্যাংক লুট ও সর্বশেষ ১৬ কোটি মানুষের কোষগার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জনগণকে উদ্বিগ্ন করে তুলেছে।
তিনি বলেন, বর্তমান ভয়াবহ অবস্থা থেকে জাতিকে রক্ষার জন্য অবশ্যই তৃতীয় রাজনৈতিক শক্তির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্যই আমরা আগামী দিনের দলের নেতৃত্ব বাছাই করেছি।
সাংবাদ সম্মেলনে আ স ম আবদুর রব আরো বলেন, সভাপতি, সদস্য সচিবসহ ৭ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হল। এই কমিটির যেকোনো মুহূর্তে দলের প্রয়োজনে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকবে।