1. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  2. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Hasan Shahriyar
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন বেলুচিস্তানে নারী আত্মঘাতীর বোমা হামলা, নিহত ১ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প খসড়া মিসরের, উপেক্ষিত হামাস কয়েকটি নিত্যপণ্যের ভ্যাট অব্যাহতির বিষয়ে যা জানালো এনবিআর রোজার শুরুতেই সয়াবিন তেলের তীব্র সংকট

সিনেমা হল ভেঙে মসজিদ নির্মাণ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মুম্বাইয়ের আলেক্সান্দ্রা সিনেমা হলের পাশের রাস্তা দিয়ে সন্তানদের নিয়ে যেতে চাইতো না অভিভাবকরা। দুই দশক আগেও এই সিনেমা হলে দেখানো হতো হলিউডের বিখ্যাত সব সিনেমা। কিন্তু হঠাৎ এই দৃশ্যপট পাল্টে যেতে থাকে। ২০০০ সালের কথা। ওই সিনেমা হলটিতে প্রাপ্ত বয়স্কদের জন্য থার্ড গ্রেডের চলচ্চিত্র চলতো। অশ্লীলতায় ভরপুর সব সিনেমার প্রদর্শনী হতো এই হলে।

এমনও হতো অনেক বাবা-মা সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসের চালককে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতো; যাতে নোংরা পোস্টার সন্তানদের নজরে না পড়ে।

তিন বছর আগে কর্তৃপক্ষ মুম্বাইয়ের এই সিনেমা হলকে মসজিদ কাম ইসলামিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কার্যক্রম শুরু করে। ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ থেকে ওই সিনেমা হলে ডলবি ডিজিটাল স্পিকারে আইটেম গানের শব্দ পাওয়া যায় না। আযান দেওয়া হয় এই স্পিকারে। শুধু তাই নয়, সিনেমা হল ভেঙে বানানো মসজিদে এখন নামাযের জন্য আহ্বান জানানো হয়। এছাড়া দিনে পাঁচবার মসজিদের ইমাম কোরআন তিলাওয়াত করেন।

সিনেমা হল থেকে মসজিদে রূপান্তর ঘটে ২০১১ সালে। দক্ষিণ মুম্বাই ভিত্তিক রিয়েল এস্টেট ব্যবসায়ী রফিক দুধওয়ালা ১৫ হাজার বর্গফুট কয়েক কোটি টাকায় কিনেন। পরে দ্বীনিয়াত নামের একটি বেসরকারি সংস্থার কাছে ওই সম্পত্তি দান করেন তিনি। ওই এনজিওটি ভারতে উর্দু ও আরবি ভাষায় বই প্রকাশ ও বিক্রি করে। মুম্বাইয়ের সেন্ট্রাল নাগাদা জংশনের কাছে মহারাষ্ট্র কলেজের পাশে বিশাল এই মসজিদের অবস্থান।

তবে বিশাল এই সম্পত্তি কিনে মসজিদ নির্মাণের জন্য দান করে দিলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দুধওয়ালা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |