নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে সাভারে প্রায় ৮০ কেজি জাটকা জব্দ করেছে সাভার উপজেলা মৎস্য কর্মকর্তারা। সোমবার সকালে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদ ও মৎস্য কর্মকর্তা সলিমুল্ল্যা সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার বাইপাইল বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়। অভিযানকালে জাটকা মাছ ব্যবসায়ীরা পালিয়ে যায়।
জব্দ করা ৮০ কেজি জাটকার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে জব্দ করা জাটকা সাভার উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে দুস্থ্য ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।