1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা

Khundkar Hasan Shahriyar
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (IGF) এর ২০তম বার্ষিক সভা নরওয়ের লিলেস্ট্রমে ২৭ জুন শেষ হয়েছে। জাতিসংঘ মহাসচিবের আহ্বানে এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (UN DESA) ও নরওয়েজিয়ান সরকারের সহযোগিতায় এই বহুপক্ষীয় সভাটি ২৩ থেকে ২৭ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (IGF) জাতিসংঘ মহাসচিবের আহ্বানে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক বহুপক্ষীয় প্ল্যাটফর্ম, যেখানে ডিজিটাল পাবলিক নীতিমালা নিয়ে

আলোচনা করা হয়। প্রতি বছর এই ফোরাম হাজার হাজার অংশগ্রহণকারীকে একত্র করে সবচেয়ে জরুরি ডিজিটাল

গভর্নেন্স ইস্যু নিয়ে মতবিনিময় ও সমাধান খোঁজার সুযোগ দেয়া হয়। IGF-এর আলোচনার মাধ্যমে ডিজিটাল গভর্নেন্সের

মূল উপাদান—নিরাপত্তা, স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন ও কার্যকারিতা—নিয়ে তথ্য, নীতি ও সেরা অনুশীলন ভাগ করে নেওয়া হয়।

এই ঐতিহাসিক অনুষ্ঠানটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) ও বৈশ্বিক ডিজিটাল গভর্নেন্স নিয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দেশগুলো ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গৃহীত গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট (GDC) বাস্তবায়নের চেষ্টা করছে এবং বিশ্ব তথ্য সমাজ শীর্ষ সম্মেলনের (WSIS+20) বিশ বছরের অগ্রগতি মূল্যায়ন করছে। লিলেস্ট্রমে আয়োজিত ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (IGF) এর ২০তম বার্ষিক সভায় বিশ্বব্যাপী ডিজিটাল গভর্নেন্সে দুই দশকের অগ্রযাত্রা চিহ্নিত করার পাশাপাশি একটি উন্মুক্ত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানব মর্যাদা ও অধিকারকেন্দ্রিক ইন্টারনেটের প্রতি যৌথ প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করার সুযোগ তৈরি করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিডিও বার্তায় IGF-এর ২০তম বার্ষিক সভার এবং ইন্টারনেটের উপর অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণে ফোরামের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে ফোরাম দেখিয়েছে কিভাবে বিভিন্ন খাত, অঞ্চল ও প্রজন্মের মধ্যে সংলাপ ইন্টারনেটকে মর্যাদা, সুযোগ ও মানবাধিকারের ভিত্তিতে গড়ে তুলতে সাহায্য করতে পারে।”

“একসাথে ডিজিটাল গভর্নেন্স গড়ে তোলা” এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত IGF ২০২৫ সম্মেলনে বিশ্বব্যাপী ৮,০০০ এরও বেশি সরকারি, নাগরিক সমাজ, বেসরকারি খাত, প্রযুক্তিগত সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। এই ফোরামকে ডিজিটাল নীতিনির্ধারণ নিয়ে বিশ্বে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া IGF ২০২৫ সম্মেলনে বলেন, “লিলেস্ট্রমে IGF ২০২৫ হোক সেই মুহূর্ত, যখন আমরা আরও এগিয়ে যাব—একটি এমন ডিজিটাল ভবিষ্যতের দিকে, যার ভিত্তি হবে বিশ্বাস, ন্যায়বিচার ও মানব মর্যাদা।”

এবারের জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (IGF) এর ২০তম বার্ষিক সভায় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আবদুল হক অনু, বাংলাদেশ ইয়ূথ ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের চেয়ারম্যান সৈয়দা কামরুন জাহান রিপা, বাংলাদেশ কিডস ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের কনভেইনার খন্দকার আয়েশা শাহরিয়ার, বাংলাদেশ লইয়ার্স ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের কনভেইনার অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার এবং বাংলাদেশ ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের সদস্য শংকর কুমার মন্ডল অংশগ্রহন করেছেন।

পাঁচ দিনব্যাপী এই IGF ২০২৫ সম্মেলন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল পরিসর গঠনের উপায় নিয়ে আলোচনা করেছেন, যা নিরাপদ, স্বচ্ছ ও অধিকারসম্মত এবং যা গণতান্ত্রিক সমাজ ও মুক্ত অর্থনীতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। আলোচনার কেন্দ্রে ছিল চারটি থিম- ডিজিটাল আস্থা ও স্থিতিস্থাপকতা, টেকসই ও দায়িত্বশীল উদ্ভাবন, সর্বজনীন প্রবেশাধিকার ও ডিজিটাল অধিকার এবং ডিজিটাল সহযোগিতা।

এই আলোচনাগুলোর মাধ্যমে ডিজিটাল ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবর্তিত সামাজিক প্ল্যাটফর্ম ও ভুল/বিকৃত তথ্যের হুমকির সময়ে অভিযোজনের উপায় খোঁজা হয়েছে।

ফোরামটি ডিজিটাল বিভাজন কমানো এবং অনলাইন মানবাধিকারের গোপনীয়তা, মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার রক্ষা নিশ্চিত করার জন্য নীতিমালা নিয়ে কাজ করেছে, যাতে সবার অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত হয়। GF ২০২৫ সম্মেলন একটি অংশগ্রহণমূলক ডিজিটাল গভর্নেন্স প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও পটভূমি থেকে বিশেষ করে গ্লোবাল সাউথ, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা যুক্ত হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |