মো: জোবায়ের হোসেনঃ নতুন ঠিকানায় চালু হওয়া হলি আর্টিসান বেকারি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক ফ্যানপেজে বার্নিকাটের হলি আর্টিসান বেকারি পরিদর্শনের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাজধানীর গুলশান-২ এ রেস্তোরাঁ পরিদর্শনে যান বার্নিকাট। এ সময় সেখানকার কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।একই সঙ্গে সন্ত্রাসী হামলার ক্ষত কাটিয়ে ফের নতুন ঠিকানায় রেস্তোরাঁটি চালু করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান বার্নিকাট।
উল্লেখ্য, গত ১ জুলাই রাজধানীর গুলশানে অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিকে (স্প্যানিশ রেস্তোরাঁ) ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় পুলিশসহ দেশি-বিদেশি বেশ কয়েকজন নিহত হন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের প্রথম দিকে নতুন করে চালু হয় হলি আর্টিসান বেকারি।