সুজন দেওয়ানঃ কিশোরগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিবস-২০২০ উদযাপন করা হয়েছে। জন্মদিন উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা এবং দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও দোয়া মোনাজাত করা হয় ।
শনিবার সকালে জেলা প্রশাসনের কালেক্টরেট সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.মোঃমুজিবুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃআব্দুল্লাহ আল মাসউদ,জেলা আওয়ামীলীগের সভাপতি এড.মোঃকামরুল আহসান শাহজাহান,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.এম এ আফজাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমা, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপজেলার গরিব ও অসহায় নারী ও কারাগারের সেলাই প্রশিক্ষন প্রাপ্ত তিনজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগষ্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।