1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

কয়েকটি নিত্যপণ্যের ভ্যাট অব্যাহতির বিষয়ে যা জানালো এনবিআর

বেস্ট নিউজ রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে সরকার বেশ কিছু নিত্যপণ্যের ভ্যাট অব্যাহতি দিয়েছে। সোমবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে,

বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘দ্য এক্সসাইজ অ্যান্ড সল্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫ ‘ জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে।

পরবর্তীকালে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, অংশীজনের অনুরোধ এবং রমজান মাসে নিত্যপণ্যের বাজার সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার দাবির প্রেক্ষিতে বৃহত্তর জনস্বার্থে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে সরকার রবিবার (২ মার্চ) একটি নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিম্নরূপ ভ্যাট অব্যাহতি প্রদান করেছে:

সয়াবিন তেলের বিকল্প হিসেবে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েলের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল এর উৎপাদন পর্যায়ে এবং দেশে উৎপাদিত সানফ্লাওয়ার সিড অয়েল (রিফাইন্ড) রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, সরিষার তেল ও চালের কুড়ার তেলের (রাইস ব্রান অয়েল) ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। দেশে উৎপাদিত শুকনা শিম্বাকার শাকসবজি খোলস বা খোসা ছাড়ানো অথবা দ্বিখণ্ডিত হোক বা না হোক (প্রচলিত ভাষায় ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য); দেশে উৎপাদিত সব প্রকার গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ সব মশলার মিশ্রণ; দেশে উৎপাদিত আটা, ময়দা ও সুজি; দেশে উৎপাদিত বিস্কুট; দেশে উৎপাদিত সকল ধরনের লবণ এবং কৃষিকাজে ব্যবহার্য হারবিসাইডসের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। বাংলাদেশের সব পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড হজ টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |