পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে এবার এক নারী আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা সোমবার (৩ মার্চ) জানিয়েছেন, ওই হামলায় পাকিস্তানি আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কালাত জেলা পুলিশের ডেপুটি কমিশনার বিলাল শাব্বির বলেছেন, এক নারী আত্মঘাতীর বোমা হামলায় ফ্রন্টিয়ার কর্পসের একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করে বক্তব্য দেয়নি কোনও পক্ষ।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রদেশের খনিজ ও গ্যাসসম্পদ অন্যায়ভাবে ব্যবহার করছে। অথচ দারিদ্র্যের চাপে জর্জরিত স্থানীয় জনগোষ্ঠীকে তারা উপেক্ষা করছে।
লড়াই চালিয়ে যাওয়া গোষ্ঠীগুলোর মধ্যে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) আগেও নারী সদস্যদের দিয়ে হামলা চালিয়েছে। সাধারণ ওই অঞ্চলের অধিকাংশ হামলায় পুরুষ সদস্যদের ব্যবহার করা হয়।
বিগত কয়েকমাসে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। গত আগস্টে বিভিন্ন থানা, রেলওয়ে স্টেশন, মহাসড়কে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন।