শবনম শাহজাহানঃ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঝুমা চৌধুরী আজ ফেসবুকে লাইভ গান করবেন। বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে তার লাইভ গানের অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। জানা গেছে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ দেশাত্নবোধক গান লাইভে পরিবেশন করবেন ঝুমা চৌধুরী।
ঝুমা চৌধুরীর লাইভ গানের অনুষ্ঠান দেখতে হলে ক্লিক করুন: