সুমন চৌধুরী: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এর আগে গত ২০ জানুয়ারি ডিএসইতে ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।
শেয়ারবাজার চাঙা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকগুলো সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চেয়েছে। এতে বাজার অর্থসংকট কাটিয়ে গতিশীল হবে। এছাড়াও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানামুখী উদ্যোগে পুঁজিবাজার ইতিবাচক হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৬১৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি এবং গত আট মাসের মধ্যে সর্বচ্চো লেনদেন।
ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭২ পয়েন্টে, সিএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০৬ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকা। সিএসইতে মোট ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত আছে ৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।